ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিমা সারায়া বুধবার এক বিবৃতিতে বলেন, সংগঠনটি সেদিন এডেন উপসাগরে দুটি মার্কিন যুদ্ধজাহাজ এবং লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজের ওপর আক্রমণ করার জন্য জাহাজ-বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, হুথিরা এডেন উপসাগরে মার্কিন ‘কোল’ নামের জাহাজে আক্রমণ করতে একাধিক ড্রোন ব্যবহার করে এবং হামলা ‘সফল’ হয়েছে। তা ছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন ল্যাবুন জাহাজেও আক্রমণ করা হয়েছে।
দুটি মার্কিন যুদ্ধজাহাজ এডেন উপসাগর দিয়ে উত্তর লোহিত সাগরে যাচ্ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলকে সুরক্ষা দেয়া।
এ ছাড়া তিনি আরও বলেন, সংস্থাটি লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে আক্রমণ করতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। তবে বণিক জাহাজটি কোন দেশের তা উল্লেখ করেননি হুথি মুখপাত্র।