সিঙ্গাপুর এশিয়ার শীর্ষ আর্থিক কেন্দ্র হিসেবে অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে, হংকংকে পেছনে ফেলেছে এই অবস্থান। এটি সম্প্রতি গ্লোবাল ফাইন্যান্সিয়াল সেন্টার ইনডেক্সের (জিএফসিআই) এক গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। জিএফসিআই প্রতি ছয় মাস অন্তর বিশ্বের শীর্ষ আর্থিক কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করে।
এই তালিকা তৈরি হয় বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ শহরগুলোর র্যাংকিং করার জন্য। জিএফসিআইয়ের ৩৫তম সমীক্ষা অনুসারে, আর্থিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ শহরের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে এশিয়ার দুই কেন্দ্র সিঙ্গাপুর ও হংকং। আর পঞ্চম স্থানে রয়েছে সানফ্রান্সিসকো।
বিশ্বের অন্যত্রে লন্ডনের থিংক ট্যাংক জেড ইয়েন পার্টনার্স এবং শেনজেনের চায়না ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ সমীক্ষা পরিচালনা হয়েছে। এবারের সমীক্ষায় ১৩৩টি আর্থিক কেন্দ্রকে বিবেচনায় নেয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, এটি বিশ্বের নেতৃস্থানীয় অর্থনীতির অর্থনৈতিক প্রক্ষেপণে বড় কোনো পরিবর্তন আনতে পারবে না।
এদিকে প্রতিযোগিতার ক্ষেত্র অনুসারে পাঁচটি মানদণ্ডের সবকটিতে হংকংয়ের চেয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক পরিবেশ, মানবিক মূলধন, অবকাঠামো, আর্থিক খাতের উন্নয়ন এবং সুনাম ও খ্যাতি। জিএফসিআইয়ের সমীক্ষা মতে, ২০২২ সালে প্রথমবার হংকংকে ছাড়িয়ে এশিয়ার শীর্ষ আর্থিক কেন্দ্রে পরিণত হয়েছিল সিঙ্গাপুর।
সমীক্ষা প্রতিবেদন বলছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলের রেটিংয়ে গড় বৃদ্ধি ছিল ১ দশমিক ৮৯ শতাংশ। সাংহাই এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে এবং সিউলও এক ধাপ উন্নতি করে দশম স্থানে উঠে এসেছে। অন্যদিকে চীনের রাজধানী বেইজিং দুই ধাপ পিছিয়ে ১৫তম স্থানে নেমে গেছে।