নতুন বছরে পা রাখতেই আবারও বলিউডে বিয়ের সানাই। এবার ছাদনাতলায় রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। প্রেম নিয়ে কোনো লুকোছাপা করেননি এই জুটি। রীতিমতো ঘোষণা দিয়েই প্রেম করছেন তারা। নতুন বছরে তাদের প্রণয়ের সম্পর্ক পরিণয়ে রূপলাভ করছে।
২০২১ সালে প্রথমবারের মতো দুজনের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। রাকুলের জন্মদিনে, ভগনানি ইনস্টাগ্রামে তাঁর সাথে একটি রোমান্টিক ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাঁদের হাত ধরে থাকতে দেখা গেছে। এর পর থেকে বিভিন্ন ইভেন্ট ও শোতে একসঙ্গে দেখা গেছে দুজনকে।
ফেব্রুয়ারি মাসেই বিয়ে এই দুই বলিউড তারকার। বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছে তাদের বিয়ের খবর। তবে এবার আর গুঞ্জন নয়, আগামী ২২ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারকাজুটি। দুই পরিবারের ঘনিষ্ঠদের সাক্ষী রেখেই চার হাত এক হতে চলেছে। গোয়াতে বসছে বিয়ের আসর।
বলিউডের অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কের কথা বছর দুয়েক আগেই সবাইকে জানান রাকুল প্রীত। একে অন্যের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন। জ্যাকিকে ‘মাই লাভ’ বলে সম্বোধন করেন অভিনেত্রী।
উল্লেখ্য রাকুলকে সর্বশেষ দেখা গেছে অক্ষয় কুমারের সঙ্গে ‘কাটপুতলি’ ছবিতে। এছাড়াও এই বছর কমল হাসানের ‘ইন্ডিয়ান ২’ এবং ‘আয়ালান’-এ দেখা যাবে অভিনেত্রীকে।