তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলের একটি গির্জায় এক প্রার্থনা সভায় একজনকে গুলি করে হত্যার ঘটনায় দুই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে জড়িত।
ইস্তাম্বুলের সারিয়ের জেলায় অবস্থিত ইতালির সান্তা মারিয়া ক্যাথলিক চার্চে স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়। প্রার্থনা সভায় অংশগ্রহণ কারার সময় এক তুর্কি নাগরিককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
ইয়েরলিকায়া সাংবাদিকদের বলেন, পুলিশ ইস্তাম্বুলের ৩০টিরও বেশি স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করে। অভিযানের শেষের দিকে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ‘সন্দেহভাজন দুজনই বিদেশি নাগরিক। এর মধ্যে একজন তাজিকিস্তানের এবং অপরজন রুশ। আমাদের ধারণা তারা আইএসের সঙ্গে জড়িত।’ তাদের হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।