গাজা সিটিতে মানবিক সহায়তা জন্য অপেক্ষমাণদের দীর্ঘ সারি লক্ষ্য করে বোমা হামলা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এই হামলায় ২০ জন নিহত হয়েছেন। তাছাড়া দেড় শতাধিক ত্রাণ প্রত্যাশী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি বোমা হামলায় হতাহতের সংখ্যা জানিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বোমা হামলায় ত্রাণ প্রত্যাশী ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ অনেকেই গুরুতর আহত হয়েছেন।
২৭ ডিসেম্বর গাজায় এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর প্রথমবারের মতো ২ জানুয়ারি উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)।