ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দানের পাশাপাশি ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে চেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (১৪ আগস্ট) তুরস্ক সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এই আশ্বাস দেন তিনি।
সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এরদোয়ানের কার্যালয় জানিয়েছে, দুই দেশের নেতা সাম্প্রতিক ঘটনা এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তির জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।
গাজায় ইসরায়েলের যুদ্ধের নিন্দা করেছেন এরদোয়ান। তাছাড়া ইসরায়েলি গণহত্যা নিয়ে কিছু পশ্চিমা দেশের নীরব থাকা এবং ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখার অভিযোগ করেছেন তিনি।
আব্বাসকে এরদোয়ান আরও বলেছেন, বিশ্বের সব দেশের, বিশেষ করে মুসলিম বিশ্বের, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন বিতরণ নিশ্চিত করার জন্য প্রচেষ্টা জোরদার করা উচিত।
এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) তুরস্কের পার্লামেন্টের একটি অধিবেশনে ভাষণ দেবেন আব্বাস। গত ২৫ জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার জবাবে তুর্কি পার্লামেন্টে এই ভাষণ দিতে আব্বাসকে আমন্ত্রণ জানান এরদোয়ান।
বুধবার আব্বাসের সঙ্গে দেখা করার আগে নিজের ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশে এরদোয়ান বলেন, আমরা দেখাব যে মাহমুদ আব্বাস আমাদের পার্লামেন্টে কথা বলার অধিকার রাখেন। যেমনটা মার্কিন কংগ্রেসে নেতানিয়াহু করেছেন।